Home চট্টগ্রাম কমিউনিটি ম্যাসেজ দিতে ডিজিটাল সাইনাস দিবে রবি

কমিউনিটি ম্যাসেজ দিতে ডিজিটাল সাইনাস দিবে রবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: কমিউনিটি ম্যাসেজ দিতে ডিজিটাল সাইনাস হিসাবে কাজ করার লক্ষ্যে মেয়রের কাছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে র্স্মাট সিটি সলিউশন বিষয়ে এক প্রস্তাব উপস্থাপন করেন রবি এন্টারপ্রাইজ বিজনেস হেড আদিল হোসাইন নোবেল।

এই সময় তাঁরা এই সলিউশনটির মাধ্যমে বিনামূল্যে ওয়েবসাইট পরিসেবা নিরাপত্তা নজরদারি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য বর্জ্য পরিবহন গাড়ি ট্যাকিং, পরিছন্ন কর্মীদের নজরদারী, মশার ওষুধ ছিটানোর কাজে শ্রমিকদের কাজে নজরদারি, বায়ুদূষণ নিরক্ষণ, রিয়েল টাইম এয়ার কোয়ালিটি মনিটর করা ছাড়াও কমিউনিটি ম্যাসেজ দিতে ডিজিটাল সাইনাস হিসাবে কাজ করা হবে বলে মেয়রের কাছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন।

মেয়র তাদের উপস্থাপন অবলোকন করে বলেন, চট্টগ্রামকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরণের স্মার্ট সিটি গড়ে তোলার মাধ্যমে সামাজিক সেবার ক্ষেত্রে নগরবাসীকে একটি নতুন উন্নত প্লাটফর্ম দিতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।

পরিক্ষামূলকভাবে একটি এলাকা দেওয়া হবে বলে রবি এন্টারপ্রাইজ বিজনেস হেড আদিল হোসাইন নোবেল মেয়রকে আশ্বস্থ করেন।

এ সময় ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, ঝুলন কান্তি বিশ্বাস, স্থপতি আব্দুল্লাহ আল ওমর, রবির ভাইস প্রেসিডেন্ট রেজাউন আল ইসলাম, জি এম আরিফ আহমেদ চৌধুরী, একাউন্টস ম্যানেজার মােস্তফা আল মামুন উপস্থিত ছিলেন।