বিজনেসটুডে২৪ ডেস্ক
দিল্লি থেকে দুবাই যাওয়ার পথে স্পাইসজেটের বিমান জরুরি অবতরণ করল । যান্ত্রিক গোলযোগের কারণেই মাঝ আকাশে এই বিপত্তি। করাচিতে জরুরি অবতরণ করতে হয়েছে বিমানটিকে।
এই ঘটনায় কোনও হতাহতের খরব নেই। নিরাপদেই করাচিতে ল্যান্ড করেছে ওই বিমান। যাত্রীরাও সুরক্ষিত রয়েছেন।
জানা গেছে মঙ্গলবার হঠাৎ স্পাইসজেট এসজি-১১ ফ্লাইটটি মাঝ আকাশে সমস্যায় পড়ে। বিমানে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা যায়। সঙ্গে সঙ্গে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। বিমানটি দিল্লি থেকে উড়েছিল। গন্তব্য ছিল দুবাই।
সূত্রের খবর, স্পাইসজেটের ওই বিমানটিতে মাঝ আকাশে হঠাৎ কর্মীরা দেখেন, বাঁ দিকের ট্যাঙ্ক থেকে জ্বালানি অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে। তখনই করাচি বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করা হয়। জরুরি ভিত্তিতে সেখানেই নামানো হয় বিমান।
বিমানটি ওড়ার আগে কোনওরকম যান্ত্রিক গোলযোগের কথা জানা যায়নি। স্পাইসজেটের মুখপাত্র বলেছেন, বিমানের যাত্রীদের নিরাপদে করাচিতে নামানো হয়েছে। সেখানে তাঁদের কিছুক্ষণ বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে একটি পরিবর্তিত ফ্লাইট করাচিতে পাঠানো হয়েছে স্পাইসজেটের তরফে। তাতে চড়েই দুবাই নিয়ে যাওয়া হবে ওই যাত্রীদের।