বিজনেসেটুডে২৪ ডেস্ক
সারা বিশ্বে করোনাক্রান্ত এক কোটি ২ লাখ ১৭ হাজার ৩১১ জন সুস্থ হয়ে ফিরে গেছেন বাড়িতে।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার আজ মঙ্গলবার এই তথ্য দিয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন এক কোটি ৬৬ লাখ ২৯ হাজার ২১২ জন। মারা গেছেন ৬ লাখ ৫৫ হাজার ৮৬৫ জন।
করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত এই দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৪৪ লাখ ৩২ হাজার ১১২ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৫০ হাজার ৪১৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২১ লাখ ৩৩ হাজার ৫৮২ জন।
দ্বিতীয় অবস্থানেব্রাজিল। ২৪ লাখ ৪৩ হাজার ৪৮০ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮৭ হাজার ৬৭৯ জনের। ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৬৭ হাজার ৬৬৭ জন।
করোনায় সংক্রমণের দিক থেকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১৪ লাখ ৮২ হাজার ৫০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৪৪৮ জনের এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ৫৩ হাজার ১৮৯ জন।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৮ লাখ ১৮ হাজার ১২০ জন। আর মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩৫৪ জনের।
সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ২৬ হাজার ২২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৯৬৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ২৫ হাজার ৬৮৩ জন।