বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: দেশে করোনায় মৃত্যুর হার আরও কমেছে। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু হয়েছে ৬ জনের। এটা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৯৩ জন।
আগের দিন করোনায় নয়জনের মৃত্যু এবং ৩৯৬ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: দেশে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৭৫২ জন। ২৪ ঘণ্টায় মোট ১৫ হাজার ৫৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ।
একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪৪২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন।
গত ৫ ও ১০ আগস্ট ২৬৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা এ যাবৎকালের দৈনিক সর্বোচ্চ মৃত্যু।
দেশে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।