বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কলকাতা: করোনা আক্রান্তের সংখ্যায় চিনকে ছাড়িয়ে গেল ভারত।
শনিবার সকাল ৮ টা পর্যন্ত মোট আক্রান্ত ৮৫,৯৪০। আর চিনে এই সংখ্যা ৮২,৯৪১।
শনিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫৯৪০। গত ২৪ ঘণ্টায় ৩৯৭০ জন নতুন করে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০৩ জনের। বর্তমানে কোভিড ১৯ আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা ২৭৫২। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩০১৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৩৪ জন। অর্থাৎ বর্তমানে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৩০৩৫।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৩৫.০৯ শতাংশ। এই হার দিন দিন বেড়েই চলেছে। সেইসঙ্গে মৃত্যুর হারও কম। ভারতে কোভিড ১৯ আক্রান্ত হয়ে মৃত্যুহার ৩.২ শতাংশ, যা বিশ্বে সবথেকে কম। এই দুই পরিসংখ্যান ইতিবাচক বলেই জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক।
মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এখানে কোভিড আক্রান্তের সংখ্যা ২৯১০০। সংক্রমণে মৃত্যু হয়েছে ১০৬৮ জনের। সুস্থ হয়েছেন ৬৫৬৪ জন। এরপরেই রয়েছে তামিলনাড়ু। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ১০১০৮। মৃত্যু হয়েছে ৭১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫৯৯ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে গুজরাত। পশ্চিমের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯৯৩১ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৬০৬ জনের। আর সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ৪০৩৫ জন। চতুর্থ স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি। এখানে আক্রান্তের সংখ্যা ৮৮৯৫। সংক্রমণে মৃত্যু হয়েছে ১২৩ জনের। আর ৩৫১৮ জন সুস্থ হয়েছে ।