Home করোনা আপডেট চট্টগ্রামে করোনা সংক্রমণের হার দ্বিগুণ

চট্টগ্রামে করোনা সংক্রমণের হার দ্বিগুণ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ হার বেড়েছে। গত কয়েকদিনের তুলনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় এ হার বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। নতুন করে ৩৩ জন আক্রান্ত হলেও সংক্রমণ হার নির্ণিত হয় ২২ দশমিক ৭৫ শতাংশ। তবে শহর ও গ্রামে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের সোমবার দেওয়া রিপোর্ট থেকে এ সব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর পাঁচ ল্যাবে গতকাল চট্টগ্রামের ১৪৫ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৩৩ জন আক্রান্ত শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে শহরের ৩১ ও মিরসরাই উপজেলার ২ জন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ২৭ হাজার ৭৬২ জন। সংক্রমিতদের মধ্যে ৯৩ হাজার ৮৮ জন শহরের ও ৩৪ হাজার ৬৭৪ জন গ্রামের।

গতকাল করোনায় শহর ও গ্রামে করোনায় কেউ মৃত্যুবরণ করেনি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৫ জনই রয়েছে। এতে শহরের ৭৩৫ ও গ্রামের ৬৩০ জন।