Home আন্তর্জাতিক করোনাভাইরাসের প্রকৃতি বদলাচ্ছে দ্রুত: হু

করোনাভাইরাসের প্রকৃতি বদলাচ্ছে দ্রুত: হু

বিজনেসটুডে২৪ ডেস্ক

চীনের বাইরে হঠাৎ বেড়ে গেছে করোনাভাইরাস সংক্রমণের হার। বিশ্বের ৪৩টি দেশে ছড়িয়ে পড়েছে মারণব্যাধি। চীনের বাইরে খারাপ অবস্থা দক্ষিণ কোরিয়ায়।

চীনে এক দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৫২ জন। মৃতেরা সকলেই উহান শহরের বাসিন্দা। এই নিয়ে চিনে সরকারি ভাবে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৭১৫ জন। আক্রান্ত ৭৮ হাজার ৬৪ জন।

দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ১২৬১। সেখানে প্রাণ হারিয়েছে ১২ জন।

 চীনের বাইরে সর্বাধিক মৃত্যু হয়েছে ইরানে। সেখানে মারা গেছেন অন্তত ১৯ জন, আক্রান্ত ১৩৯। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ২৬০ জন।

ইতালিতে ৩৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১২ জন।

 হংকংয়ে আক্রান্ত ৮৯, মৃত্যু ২ জনের।

 জাপানে আক্রান্ত ১৭২, মৃত ২।

সিঙ্গাপুরে ৯১ জন করোনায় আক্রান্ত।

আমেরিকায় ৫৭ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে।

ব্রাজিলে ৬১ বছর বয়সি এক ব্যক্তির প্রাথমিক পরীক্ষায় নতুন করোনভাইরাস শনাক্ত হয়েছে। তিনি ইতালি থেকে ফিরেছেন সদ্য।

এছাড়া, জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা জাহাজ ডায়মন্ড প্রিন্সেসের ৬৯১ যাত্রীর শরীরে প্রাণঘাতী নতুন ভাইরাস ধরা পড়েছে। ইতিমধ্যে জাহাজটির অন্তত চার যাত্রী মারা গেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, এখন পর্যন্ত অন্তত ৪৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। চিনের পর্যুদস্ত অবস্থার থেকেও চিনের বাইরের এই পরিসংখ্যান এখন অনেক বেশি করে ভীতিপ্রদ। কারণ চীন এই দু’মাসে এই রোগের সঙ্গে লড়াই করার জন্য যত দ্রুত প্রস্তুত হতে পেরেছে, অন্য দেশগুলির পক্ষে তা বেশ কঠিন। তার উপর এই ভাইরাস একবার কোনও নতুন জায়গায় গিয়ে থাবা বসালে, সে জায়গাকে সুরক্ষিত রাখা কার্যত অসম্ভব হয়ে উঠতে পারে। সেইসঙ্গে যত দিন যাচ্ছে, ভাইরাসটির প্রকৃতিও তত দ্রুত বদলাচ্ছে। কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে শনাক্তকরণ ও চিকিৎসা পদ্ধতি।

এই অবস্থায় হু-এর তরফে জানানো হয়েছে, এই ভাইরাস নিয়ে কেউ যেন রাখ-ঢাক না করেন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ারই এক নাগরিককে নিয়ে আড়াল করার অভিযোগ উঠেছে সেখানকার স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে। বলা হচ্ছে, বহু সংক্রমণের খবর চেপে রাখার চেষ্টা করছে তারা। ইতিমধ্যেই কাউকে জানতে না দিয়ে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে কয়েকশো মানুষকে।