Home Uncategorized করোনাভাইরাসে সৃষ্ট অসুখের নাম ‘কোভিড-১৯’

করোনাভাইরাসে সৃষ্ট অসুখের নাম ‘কোভিড-১৯’

করোনাভাইরাস থেকে তৈরি হওয়া অসুখের নাম‘কোভিড-১৯’। এই ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসাস সুইজারল্যান্ডে একটি সাংবাদিক সম্মলনে এই রোগের নাম ঘোষণা করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, এমন একটি নাম খুঁজে বের করার দরকার ছিল, যেটি কোনও ভৌগোলিক অবস্থান, প্রাণী, কোনও ব্যক্তি বা কোনও নির্দিষ্ট জনগোষ্ঠীকে না বোঝায়। নতুন নামটি নেওয়া হয়েছে ‘করোনো’, ‘ভাইরাস’, ‘ডিজিজ (রোগ)’ এবং ২০১৯ সালে ভাইরাসটির প্রাদুর্ভাবের সময় ধরে ‘১৯’ নম্বরটি থেকে।

২০১৯ সালের শেষের দিকে চিনে ছড়িয়ে পড়া এই রোগকে করোনাভাইরাস বলে ডাকা হচ্ছে। এই ভাইরাসের ফলে সৃষ্ট হওয়া রোগের নাম ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু অবশেষে।

এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মৃত্যুও বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

করোনাভাইরাস বলতে ভাইরাসের একটি গোষ্ঠীকে বোঝায়। এর কারণে বিশ্ব জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে একে আলাদা কোনো নামে ডাকার বদলে ভাইরাসটির গোষ্ঠী নামেই ডাকা হয়। এবার সেই অসুখ আলাদা নাম পেল।

বিজনেসটুডে২৪ ডেস্ক