জাপানের উপকূলবর্তী এলাকা কানাগাওয়াতে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৮০ বছরের এক মহিলার। নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে দেখা যায় ওই মহিলা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোমে আক্রান্ত। এ খবর জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
সেখানকার স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা বলেছেন, ওই মহিলা কখনও চিনে যাননি। অথচ তাঁর শরীরে সংক্রমণ ঢুকল কীভাবে সেটাই চিন্তার বিষয়।
জাপানের আরও কয়েকজায়গা থেকে ভাইরাস আক্রান্তরদের খবর মিলেছে।
সংক্রমণ সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ডজনখানেক রোগী। জাপানের ইয়োকোহোমার কাছে কোয়ারেন্টাইন করা জাহাজেও বাড়ছে সংক্রামিতের সংখ্যা। জাপানের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, অন্তত ২০০ জন ভাইরাস আক্রান্ত ডায়মন্ড এক্সপ্রেস জাহাজে।
বিজনেসটুডে২৪ ডেস্ক