আক্রান্ত- ৬৯,১৯৭ জন। সংকটাপন্ন- চীন:১১,২৬৫, জাপান:৯, সিঙ্গাপুর:৬,হংকং:৭, থাইল্যান্ড:২।
মৃত্যু-১৬৬৯ জন। চীন-১৬৬৫, জাপান-১, হংকং-১, ফ্রান্স-১ এবং ফিলিপাইন-১।
প্রাণহানির হার-১৫%
ছড়িয়েছে- ২৯ দেশে
চীনের পর সর্বাধিক আক্রান্ত দেশ:
জাপান ( ৩৩৮), সিঙ্গাপুর ( ৭২), হংকং (৫৬), থাইল্যান্ড (৩৪), দক্ষিণ কোরিয়া (২৮), মালয়েশিয়া (২২)।
আরও যেসব দেশে সংক্রমণের খবর পাওয়া গেছে- তাইওয়ান, জার্মানি, ভিয়েতনাম, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মেকাও, ব্রিটেন, ভারত, ইতালি, রাশিয়া, ফিনল্যান্ড, মিসর, কম্বোডিয়া, সুইডেন, নেপাল, বেলজিয়াম, শ্রীলংকা, স্পেন।
সূত্র: ওয়ার্লড মিটার