Home করোনা আপডেট করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: দেশে করোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় আরও ২৬ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬৬৮ জনে। শুক্রবার মৃতের সংখ্যা ছিলো ১৮ জন। এছাড়া গেল ২৪ ঘণ্টায় ১৮৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জনে।

শনিবার (২০মার্চ ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গেল ১৫ ও ১৬ মার্চ করোনায় ২৬ জন করে মারা যান। তিনদিন মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও আবার তা পূর্বের অবস্থায় ফিরল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৯ দশমিক চার শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ৮৮ হাজার ১১ জনে।

একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫৭৭ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল পাঁচ লাখ ২৪ হাজার ৭১৮ জনে।