Home আন্তর্জাতিক করোনার টিকা নিলেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট পেন্স

করোনার টিকা নিলেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট পেন্স

যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স হোয়াইট হাউসে ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস টিকা নিয়েছেন। তার টিকা নেওয়ার দৃশ্য টিভিতে সরাসরি দেখানো হয়েছে। এ সময় পেন্স বলেন, ‘আমি কোন কিছু অনুভব করিনি।’ বিবিসি।

গতকাল মাইক পেন্সের সঙ্গে তার স্ত্রী কারেন পেন্সকেও টিকা দেওয়া হয়েছে। হোয়াইট হাউজের কাছে আইজেন হাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ে ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারের চিকিত্সক দল তাদের শরীরে টিকা প্রয়োগ করেন।

টিকা নিয়ে জনমনে শঙ্কা দূর করা এবং এর কার্যকারিতা ও নিরাপত্তার দিকটি সম্পর্কে সবাইকে আশ্বস্ত করতেই পেন্সের এই টিকা নেওয়ার ভিডিও সম্প্রচার করা হয়। পেন্সের স্ত্রী এবং যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোমে অ্যাডামসও হোয়াইট হাউসে ক্যামেরার সামনে টিকা নিয়েছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স এই টিকার ডোজ নেওয়ার পর বলেছেন, আমি কিছুই বুঝতে পারিনি। আমি ও ক্যারেন আগেই টিকা নিতে পেরে অনেক খুশি।

মাইক পেন্স এই মহত্ ও সচেতনতামূলক কর্মের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, প্রেসিডেন্ট ট্রাম্প ও অপারেশন ওয়ার্প স্পিডকে ধন্যবাদ জানান।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মূলত করোনার টিকা গ্রহণকে প্রোমোট করতেই পেন্স লাইভে এসে নিয়েছেন। যাতে তাকে দেখে অন্যরা টিকা নিতে উৎসাহিত হয়। পাশাপাশি এই টিকা যে নিরাপদ ও কার্যকর সেটাও তারা জনগণকে বোঝাতে চেয়েছেন। যাতে এই টিকা নিতে সর্বসাধারণ আত্মবিশ্বাস খুঁজে পায়।

-বিজনেসটুডে২৪ ডেস্ক