Home First Lead করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে

করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। করোনাভাইরাসের ত্রাস এখন ৯৪ দেশে।

ওয়ার্লডওমিটারের সর্বশেষ তথ্য অনুসারে আক্রান্তের সংখ্যা ১০০,২৪২ । আর মৃত্যুর সংখ্যা ৩৪০৮।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু ) বলেছে চিনের চেয়ে এর বাইরে ১৭ গুণ দ্রুত হারে ছড়াচ্ছে । তা ঠেকাতে সব সরকারকে সব রকম ব্যবস্থা নিতে অনুরোধ করেছে হু।

চূড়ান্ত সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে হু। ডিরেক্টর জেনারেল টেডরোস অধানম ঘেব্রেইয়েসাস বলেছেন, ‘এটা মহড়া চলছে না। হাল ছাড়ার সময়ও এটা না। কোনও অজুহাত দেওয়ারও সময় নয়। এখন সবরকমভাবে আটকাতে হবে করোনাকে।’

করোনা মোকাবিলায় ৮.৩ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে। সেখানকার অন্তত ১৫টি দেশে ছড়িয়ে পড়েছে।

 

করোনাভাইরাসে মৃত্যুর হার ৩.৪ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু ) এবং চায়না জয়েন্ট মিশনের এক প্রতিবেদনে তা অনুমান করা হয়েছে।

৫৫,৯২৪ জন করোনাভাইরাসে আক্রান্তের ওপর সমীক্ষার ভিত্তিতে তথ্যটি প্রকাশ করা হয়েছে গত ২৮ফেব্রুয়ারি।