বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: শীতে করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় জেলা হাসপাতালগুলো প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছিল। এটি আসন্ন শীতে আবার উত্থান হতে পারে মাথায় রেখে, আমরা প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ স্থাপন এবং অক্সিজেন নিশ্চিতকরণসহ সব ধরনের চিকিৎসা সেবা প্রস্তুত করে রাখছি; বলেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জের ‘অল ওয়েদার রোড’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বিস্তৃত জলরাশির মধ্যে দিয়ে বয়ে চলা ২৯.৭৩ কিলোমিটারের নয়নাভিরাম সড়কটি কিশোরগঞ্জের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামকে সংযুক্ত করেছে।
শেখ হাসিনা বলেন, আমাদের কাজই হচ্ছে জনগণের কাজ করা, জনগণের কল্যাণ করা। আমরা তাৎক্ষণিকভাবে ২ হাজার ডাক্তার, ৩ হাজার নার্স নিয়োগ দিয়েছি, টেকনিশিয়ান নিয়োগ দিয়েছি। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি।
অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা যেন অব্যাহত থাকে। আর সেই সাথে কিছু খোলা বাতাসে থাকা বা রোদে থাকা… এটা করোনাভাইরাস রোধ করার জন্য একান্তভাবে প্রয়োজন। আপনারা সেটা মেনে চলবেন। আপনারা স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলবেন, যাতে এই করোনাভাইরাসে আমাদের ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত না হয়।