Home Third Lead করোনার ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা শনিবার থেকে

করোনার ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা শনিবার থেকে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মা ও শিশু হাসপাতাল শনিবার ( ১০ এপ্রিল ) থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু করছে। হাসপাতালে বিশেষ টিম করোনা রোগীদের ( পজেটিভ ও সাসপেক্টেড ) বাসায় গিয়ে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করবে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল করোনা ম্যানেজমেন্ট সেল-এ সদস্য সচিব ও হাসপাতালের কার্যনির্বাহি কমিটির ট্রেজারার রেজাউল করিম আজাদ বিজনেসটুডে২৪কে এই তথ্য জানিয়ে বলেন, ভ্রাম্যমাণ চিকিৎসা সেবার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেবল গাড়িতে এক্স -রে করার সুবিধাটা নিশ্চিত করা যায়নি। কার পোর্টেবল এক্স-রে’র সংকটে তা সম্ভব হয়নি।

 অভিজ্ঞ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মির সমন্বয়ে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা টিম গঠন করা হয়েছে। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই টিম কাজ করবে। শনিবার সকাল থেকে কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন রেজাউল করিম আজাদ।

মা ও শিশু হাসপাতালে করোনা ওয়ার্ডে বর্তমানে শয্যা সংখ্যা ৯০। এগুলোর মধ্যে ১৬টি আইসিইউ ( নিবিড় পরিচর্যা ইউনিট)। অবশিষ্ট ৭৪টির মধ্যে ৪৪টি সাধারণ শয্যা এবং ৩০টি ক্যাবিন। সব শয্যা করোনা রোগিতে ভর্তি। এ অবস্থায় প্রতিদিন করোনা রোগী ভর্তির জন্য যে অনুরোধ আসছে তা রক্ষা সম্ভব হচ্ছে না। তাই ভ্রাম্যমাণ চিকিৎসা সেবার এই বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে বেসরকারি উদ্যোগে স্থাপিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।