Home আন্তর্জাতিক করোনায়ও টেসলার গাড়ি বিক্রিতে রেকর্ড

করোনায়ও টেসলার গাড়ি বিক্রিতে রেকর্ড

বিজনেসটুডে২৪ ডেস্ক

মহামারির মধ্যে রেকর্ড পরিমাণে গাড়ি বিক্রি হয়েছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার।

জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই ৩ মাসে গাড়ি প্রতিষ্ঠানটি ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের গাড়ি বিক্রি করেছে।

২০২০ সালে ৫ লাখ গাড়ি বিক্রির লক্ষ্য রয়েছে টেসলার।

সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি হয়েছে ৩ লাখ ২০ হাজার গাড়ি। এরমধ্যে ১ লাখ ৩৯ হাজার ৫৯৩ টি গাড়ি বিক্রি হয়েছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই ৩ মাসে। এ সময়ে আগের প্রান্তিকের তুলনায় গাড়ি সরবরাহ বেড়েছে ৫৪ শতাংশ । করোনাকালেও যে শুধু আগের প্রান্তিকের তুলনায় গাড়ি বিক্রি বেড়েছে তা নয়, গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনাতেও এবারের এই তৃতীয় প্রান্তিকে টেসলার ইলেকট্রিক গাড়ি বিক্রি বেড়েছে ৪৪ শতাংশ।

গাড়ির বিক্রি বাড়ায় গত প্রান্তিকে টেসলার মুনাফা আগের বছরের এই সময়কালের তুলনায় প্রায় দ্বিগুণ।