*ই-কারের সংখ্যা এখন ১ কোটি ৯ লাখ
বিজনেসটুডে২৪ ডেস্ক
করোনায় সারাবিশ্বের অর্থনীতিতে ধস নামলেও গত বছরে বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে বড় প্রবৃদ্ধি হয়েছে।
জার্মানির সেন্টার ফর সোলার এনার্জি অ্যান্ড হাইড্রোজেন রিসার্চ বাডেন বা জেএসডব্লিউর এক জরিপ প্রতিবেদনে দেখা গেছে, গত বছর বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির বিক্রি ৩৮ শতাংশ বেড়েছে। আগের বছরের তুলনায় এ সময় ৩০ লাখেরও বেশি এ ধরনের গাড়ি বিক্রি হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী সড়কে চলাচল করা ই-কারের সংখ্যা এখন দাঁড়াল ১ কোটি ৯ লাখের মতো। অটোমোটিভ ওয়ার্ল্ড।
করোনা মহামারীর ফলে ২০২০ সালে বৈশ্বিক অর্থনীতিতে খুব খারাপ অবস্থা বিরাজ করে।
বিধ্বস্ত অর্থনীতিতে কেবল হাতেগোনা কয়েকটি খাত ব্যতীত বেশির ভাগ খাতেই উৎপাদন ও বিক্রিতে ধস নামে। এমনকি সার্বিক গাড়ি বিক্রিতেও বড় পতন দেখে বিশ্ব। কিন্তু এর বিপরীতে বিশ্বব্যাপী রেকর্ড পরিমাণ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে। তারপরও কার্বন নির্গমন কমিয়ে পরিবেশ দূষণ রোধ, খরচ কমিয়ে আনাসহ বিভিন্ন কারণে বিশ্বব্যাপী দ্রুত জনপ্রিয় উঠছে বৈদ্যুতিক গাড়ি বা ই-কার। ফলে জ্বালানি নির্ভর গাড়ির বদলে মানুষ এখন ই-কার কেনার প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে। যে কারণে বিশ্বব্যাপী এ গাড়ির বিক্রির পরিমাণও দ্রুত বাড়ছে।
জরিপ প্রতিবেদনে দেখা যায়, গত বছর বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে বরাবরের মতো শীর্ষ অবস্থানে ছিল চীন। দেশটির সড়কে চলাচল করা যানবাহনের বহরে এখন ৫০ লাখেরও বেশি ই-কার রয়েছে। এরপরের অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন চলাচল করছে প্রায় ১৭ লাখ ৭০ হাজার ই-কার। এরপরের অবস্থানে রয়েছে জার্মানি। দেশটিতে এখন চলছে ৫ লাখ ৭০ হাজার বৈদ্যুতিক গাড়ি। তবে গত বছর বৈদ্যুতিক গাড়ি বিক্রি ও নিবন্ধনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। গত বছর দেশটিতে ই-কারের নিবন্ধন ২৬৪ শতাংশ বেড়ে ৩ লাখ ৯৪ ৬৩২টিতে দাঁড়িয়েছে। যেখানে আগের বছরে এ সংখ্যা ছিল ১ লাখ ৮ হাজার ৫৩০টি। কার্বন নির্গমন কমাতে প্রচলিত গাড়ির সমাপ্তি টানতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে জার্মানি। এজন্য দেশটি ই-কারের কেনার ক্ষেত্রে ভ্যাট কমিয়ে দিচ্ছে। যে কারণে দেশটিতে ই-কার বিক্রিতে উল্লম্ফন হয়েছে। ইউরোপের অন্য দুই দেশ ফ্রান্স ও যুক্তরাজ্যে এ সময়ে ই-কারের বিক্রি বেড়েছে ১৮০ ও ১৪০ শতাংশ। বিক্রি বেড়েছে সংযুক্ত আরব আমিরাতেও। দেশটিতে গত বছর ই-কারের বিক্রি বেড়েছে ৯৫ শতাংশ।
জেএসডব্লিউর প্রতিবেদন বলছে, বিশ্বব্যাপী যেসব কোম্পানির বৈদ্যুতিক গাড়ি বিক্রি বেড়েছে, তার শীর্ষ ছয়টির তিনটিই জার্মানির। দেশটির এমন শক্ত অবস্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। গত বছর কেবল জায়ান্ট প্রতিষ্ঠানটির পাঁচ লাখ নতুন বৈদ্যুতিক গাড়ি নিবন্ধন হয়েছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধে গুরুত্ব দিচ্ছেন বিশ্বনেতারা। এজন্য আগামী ২০৩০ সালের মধ্যে অনেক দেশ জ্বালানিনির্ভর গাড়ির সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন।