Home Second Lead করোনায় জাপা প্রেসিডিয়াম সদস্য খালেদ আখতারের মৃত্যু

করোনায় জাপা প্রেসিডিয়াম সদস্য খালেদ আখতারের মৃত্যু

মেজর (অব.) খালেদ আখতার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার করোনায় মারা গেছেন।(ইন্নালিল্লাহি…..রাজিউন)।

শনিবার (১১ জুলাই) ভোর ৬টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক যাবত সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি।

খালেদ আখতার প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের   দীর্ঘ সময় একান্ত ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি পার্টির প্রেসিডিয়াম সদস্য, কোষাধ্যক্ষসহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এরশাদ মারা যাবার পূর্বে স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি ট্রাস্টের নামে লিখে দিয়ে যান। ছেলে এরিকের ভরণপোষণের জন্য গঠিত এই ট্রাস্টে নিজের একমাত্র আত্মীয় ও ভাগনে খালেদ আখতারকে রেখেছিলেন ট্রাস্টি হিসেবে।