Home First Lead করোনায় জেরবার চিনের ১৯ প্রদেশ

করোনায় জেরবার চিনের ১৯ প্রদেশ

বিজনেসটুডে২৪ ডেস্ক

 চিনে করোনা সংক্রমণ ফের খারাপ রূপ নিয়েছে। ১৯ টি প্রদেশ ওমিক্রন  এবং ডেল্টা ভ্যারিয়েন্টের  প্রাদুর্ভাবে জেরবার। সাংহাইতে স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। উত্তর পূর্বের বেশ কয়েকটি শহরে লকডাউন দেয়া হয়েছে। 

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন সূত্রের খবর, গতবারের চেয়ে দ্বিগুণেরও বেশি করোনা সংক্রমণের পরিসংখ্যান। আংশিকভাবে লকডাউন করা হয়েছে জিলিন শহরে। আশেপাশের কয়েকশো এলাকা সিল করে দেওয়া হয়েছে বলে রবিবার জানিয়েছেন এক কর্মকর্তা।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জিলিনের বাসিন্দারা ছয় দফায় গণ পরীক্ষা করিয়েছেন। রবিবার এই শহররে ৫০০ টিরও বেশি ওমিক্রন সংক্রমণ  ধরা পড়েছে। প্রতিবেশী শহর চাংচুনে শুক্রবারই লকডাউন ঘোষণা করা হয়।

“এই প্রাদুর্ভাব থেকে বোঝা যাচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্টের  বিস্তার গোপনে ঘটছে, এটি অত্যন্ত সংক্রামক, দ্রুত এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা কঠিন,” রবিবার সাংবাদিকদের বলেন জিলিন প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা ঝাং ইয়ান।

জিলিনের মেয়র এবং চাংচুন স্বাস্থ্য কমিশনের প্রধানকে শনিবার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। সরকারি ঘোষণা অনুসারে, জিলিন প্রদেশের সিপিং এবং দুনহুয়ার ছোট শহরগুলিতে বৃহস্পতিবার এবং শুক্রবার লকডাউন ঘোষণা করা হয়।

চিনে প্রথম করোনাভাইরাস  ধরা পড়েছিল দুই বছর আগে। সংক্রমণ ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গেই দ্রুত লকডাউন, ভ্রমণে নিষেধাজ্ঞা এবং কোভিড পরীক্ষার মাধ্যমে কঠোর ‘শূন্য-কোভিড’ নীতি বজায় রেখেছে এই দেশ। কিন্তু সম্প্রতি অত্যন্ত সংক্রমণযোগ্য ওমিক্রন ফের উদ্বেগ বাড়াচ্ছে এবং উপসর্গবিহীন এই সংক্রমণ বৃদ্ধি সাধারণ জীবনযাত্রাকে ফের ব্যহত করেছে।

রাশিয়া এবং উত্তর কোরিয়ার সীমান্তবর্তী হুনচুন শহরে ১ মার্চ লকডাউন করা হয়েছে। সিনহুয়া শনিবার জানিয়েছে, কোভিড-১৯ রোগীদের চিকিৎসার  জন্য শহরে তিনটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে।