বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হলো বাংলাদেশে। তার বয়স ৭০ বছর। তিনি ডায়বেটিস এবং আরও কিছু রোগে ভুগছিলেন। বিদেশফেরত আত্মীয়ের দ্বারা সংক্রমিত হয়েছিলেন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আজ নতুন করে চারজন আক্রান্তের খবর জানান তিনি।
ইতিপূর্বে যে ১০ ব্যক্তি ভাইরাস আক্রান্ত হিসেবে চিকিৎসাধীন ছিলেন মৃত ব্যক্তি তাদের একজন। তিনি আইসিইউতে ছিলেন।
ফ্লোরা আরও জানান, বাকিরা ভালো আছেন। তবে তাদের মধ্যেও দু’তিনজনের আগে থেকেই শারীরিক জটিলতা রয়েছে।