বিজনেসটুডে২৪ ডেস্ক
করোনাভাইরাসের জেরে বিশাল ক্ষতির মুখে মারুতি সুজুকি ইন্ডিয়া ।
এপ্রিল, মে এবং জুন-এই ৩ মাসে ২৫০ কোটি টাকা। বুধবার জানানো হয়, ২০১৯-২০ সালে প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল থেকে জুনের মধ্যে লাভ হয়েছিল ১ হাজার ৪৩৫ কোটিরও বেশি টাকা। মোট বিক্রি ছিল ১৮ হাজার ৭৩৫ কোটি টাকারও বেশি। এ বছর এখনও পর্যন্ত তাদের বিক্রি কমেছে সাড়ে ৩ হাজার কোটিরও বেশি।
চলতি বছরে প্রথম ত্রৈমাসিকে গাড়ি বিক্রি হয়েছে ৭৬ হাজার ৫৯৯টা। অথচ গত বছরই এই সময়ে মোট গাড়ি বিক্রি হয়েছিল ৪ লক্ষ ২ হাজার ৫৯৪। সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, এমন অভূতপূর্ব পরিস্থিতি সংস্থাটির ইতিহাসে আর দেখা যায়নি। এমনও বলা হয়েছে, ‘ওই ত্রৈমাসিকের বেশির ভাগ সময়েই উৎপাদন এবং বিক্রি শূন্যে পৌঁছেছিল।’ পরে মে-তে অবশ্য উৎপাদন এবং বিক্রি কিছুটা বেড়েছে ।এই ধাক্কার প্রভাব সংস্থাটির শেয়ারেও।
প্রথম ত্রৈমাসিকেই তাদের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। এর কারণ হিসাবে বলা হয়েছে, লকডাউনের জেরে থমকে গেছে গাড়ি কেনা। তাই এই বড়সড় ক্ষতির মুখে পড়েছে দেশের অন্যতম বৃহৎ ওই গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি।