মাত্র ১৬ দিনে করোনায় আক্রান্তের সংখ্যা আরও এক কোটির ঘর স্পর্শ করল। বুধবার বিশ্বজুড়ে করোনা সংক্রমণ সাত কোটি ছাড়াল।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট সাত কোটি ৭ লাখ ২০ হাজার ৩১৭ জনে।
মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫ লাখ ৮৮ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৯১ লাখ ৪৭ হাজার।
সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে, ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার ৩৯৩ জন। সুস্থ ৯৩ লাখ ৩০ হাজার ৮৬৫ জন। মারা গেছেন ২ লাখ ৯৯ হাজার ৬৯২ জন।
আক্রান্তের সংখ্যা কোটির কাছাকাছি আছে ভারত ও ব্রাজিল। দেশ দুইটিতে করোনা সংক্রমিত হয়েছে যথাক্রমে ৯৭ লাখ ৯৬ হাজার এবং ৬৭ লাখ ৮৩ হাজার জনের মধ্যে।
এ ছাড়া ১০ লাখের উপরে আক্রান্ত হয়েছে ১২টি দেশে: ফ্রান্স, রাশিয়া, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, পোল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং মেক্সিকো।
মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মারা গেছেন এক লাখ ৭৯ হাজারের বেশি মানুষ। দেশটি সুস্থ হয়েছেন ৬০ লাখের কাছাকাছি মানুষ।
ভারতে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৪২ হাজারের বেশি। মৃতের তালিকায় দেশটি তৃতীয় অবস্থানে আছে। সেখানে সুস্থ হয়েছেন ৯২ লাখ ৯০ হাজার।
-বিজনেসটুডে২৪ ডেস্ক