বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: করোনায় মারা গেলেন চা শিল্পপতি আজমত মঈন।( ইন্নালিল্লাহি ………রাজিউন)। বয়স হয়েছিল ৬৮ বছর।
শনিবার দিবাগত তে রাজধানী স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।শিল্পপতি আজমত মঈন মৌলভী চা-কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, সুরমা চা-কোম্পানির পরিচালক। অবিভক্ত বাংলার শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী নবাব মোশারফ হোসেনের প্রপৌত্র।
আজমত মঈনের বাবা গোলাম মঈন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন কয়েকদিন আগে।