Home Second Lead করোনায় মারা গেলেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মৃধা

করোনায় মারা গেলেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মৃধা

লোকমান হোসেন মৃধা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করোনাভাইরাসে মারা গেলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেন মৃধা । তার বয়স হয়েছিল ৭৭ বছর।

শুক্রবার বেলা ১১টার সময় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  লোকমান হোসেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রেড ক্রিসেন্ড সোসাইটির সভাপতির দায়িত্বে ছিলেন।  স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।

২০১৭ সালের ২৩ জুন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। গত ২২ জুন তার শরীর খারাপ হলে  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৩ জুন তার করোনা ধরা পড়ে।শারীরিক অবস্থা আরও অবনতি হলে ২৪ জুন ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরের অবস্থা কিছুটা উন্নতি হয়।

বৃহস্পতিবার তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ভেন্টিলেটরের আওতায় নেওয়া হয়।