খুলনা থেকে চন্দন ভট্টাচার্য্য: খুলনায় করোনায় মৃত্যুর মিছিল থামছে না। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম।
খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও একজন, খুলনা জেনারেল হাসপাতালে দুইজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে চিকিৎসাধীন ছিলেন তারা। আজ বৃহস্পতিবার (২৪ জুন) সংশ্লিষ্ট মুখপাত্ররা এসব তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় করোনা হাসপাতালে রেড জোনে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি আসমা (২৫) গোপালগঞ্জ সদরের বাসিন্দা। গত ২২ জুন সকাল পৌনে ৭টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আর বুধবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন, আবার সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৭ জন। আর আইসিইউ’তে রয়েছেন ১৯ জন। আজ সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৪৮জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নড়াইলের কালিয়ার দীন মোহাম্মদ (৮০) ও বাগেরহাটের গোয়ালখালীর সুলতান হাওলাদার (৬৫)। এ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন, গত ২৪ ঘন্টায় একজন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।
অন্যদিকে, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। আজ সকালে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালন ডাঃ গাজী মিজানুর রহমান।
তিনি জানান, মৃত ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার কলারোয়ার জেসমিন (২৬), শ্যামনগরের মোহাম্মদ আলী (৫৮) ও যশোরের কেশবপুরের আব্দুল আজিজ (৬৫)।
হাসপাতালটিতে বর্তমানে ৯৭জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে আইসিইউতে ৫ জন ও এইচডিইউতে আছেন ৯জন। আর গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১১জন, এসময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন। গতকাল এ হাসপাতালে ২৩জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল।