বিজনেসটুডে২৪ ডেস্ক
আমেরিকায় করোনা অতিমহামারীতে মারা যেতে পারেন ১ লক্ষ মানুষ। রবিবার একথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
করোনায় যতজন মারা যেতে পারেন বলে ট্রাম্প প্রশাসন আশঙ্কা করেছিল,ইতিমধ্যে মারা গিয়েছেন তার চেয়ে বেশি মানুষ। এই পরিস্থিতিতে আরও ভয়ের কথা শোনালেন ।
এদিন ফক্স নিউজের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। তাঁর দাবি, আমেরিকার অর্থনীতি শীঘ্রই ঘুরে দাঁড়াবে। অতিমহামারীর জন্য তিনি চিনকে দোষ দেন। আমেরিকায় করোনা মহামারীতে আক্রান্ত হয়েছেন ১১ লক্ষ। মারা গিয়েছেন প্রায় ৬৭ হাজার মানুষ। দেশের বেশিরভাগ শিক্ষায়তন ও ব্যবসায়িক প্রতিষ্ঠান এখনও বন্ধ।
ট্রাম্প বলেছেন, “আমরা ৮০ হাজার থেকে ১ লক্ষ মানুষকে হারাতে চলেছি। ব্যাপারটা খুব সাংঘাতিক।” এর আগে শুক্রবারই তিনি বলেন, মৃতের সংখ্যা ১ লক্ষের কম থাকবে। গত সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন, বড় জোর ৬০ থেকে ৭০ হাজার মানুষ মারা যাবেন।
আমেরিকার অর্ধেক প্রদেশে সংক্রমণের হার কমেছে। শাটডাউনও শিথিল করা হয়েছে কিছু পরিমাণে।