বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তার একান্ত সচিব ও জাতীয় পার্টির যুগ্ম-কোষাধ্যক্ষ আবু তৈয়ব বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয় জি এম কাদেরের। বুধবার পরীক্ষার রিপোর্ট হাতে পান। রিপোর্টে করোনা পজিটিভ আসে। তবে তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। যেহেতু উপসর্গ নেই, তাই তাঁর পজিটিভ হওয়ার বিষয়টি আরো নিশ্চিত হওয়ার জন্য আবারো পরীক্ষা করানো হবে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসায়ই চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।