বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কলকাতা: অমানবিক ঘটনা। করোনা আক্রান্ত বৃদ্ধা। আতঙ্কে বৃদ্ধ দম্পতিকে বাড়িতে ফেলে উধাও পরিবারের সদস্যরা।
আশা কর্মীর কাছ থেকে খবর পেয়ে গ্রামে অ্যাম্বুলেন্স পাঠালেও বৃদ্ধাকে গাড়িতে তুলতে এগিয়ে এলেন না কেউ। শেষে ঘটনাস্থলে নিজেই হাজির মানিকচকের ব্লক স্বাস্থ্য কর্মকর্তা। আশা কর্মী, স্বাস্থ্যকর্মীকে সঙ্গে নিয়ে নিজেরাই বৃদ্ধা করোনা রোগীকে অ্যাম্বুলেন্সে তুলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন।
করোনাকালে আতঙ্কগ্রস্ত না হয়ে বরং সচেতন হোন। বেশ কিছুদিন ধরেই এমন প্রচার চলছে সরকারি ও বেসরকারি বিভিন্ন স্তরে। এমনকী করোনা আক্রান্তদের অবহেলা না করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে। কিন্তু, গ্রামবাংলায় করোনা নিয়ে সচেতনতার তুলনায় আতঙ্ক ঢের বেশি। আতঙ্ক এমন যে, জন্মদাতা মা, অসুস্থ বৃদ্ধ বাবাকে ফেলে রেখে উধাও ছেলেমেয়েরা।
শুক্রবার সকালে এমনই ঘটনার সাক্ষী মালদহের মানিকচকের কামালপুর গ্রাম। শুধু পরিবারের লোকজনই নয়। করোনা আক্রান্ত বৃদ্ধাকে দেখে আতঙ্কিত হয়ে কাছে ঘেঁষতে নারাজ গ্রামবাসীদের অনেকেই। এমনকি স্বাস্থ্য দফতরের অ্যাম্বুলেন্স পৌঁছালেও বৃদ্ধাকে অ্যাম্বুলেন্সে তোলার লোকই পাওয়া গেল না গ্রামে।
এদিনের ঘটনা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা। করোনা আক্রান্ত হলে রোগীকে চিকিৎসার আওতায় আনা না গেলে শরীরের আগের অবস্থায় ফেরানো কঠিন।
কিন্তু মানিকচকের ঘটনায়, আতঙ্কিত বাসিন্দাদের অনেকেই নিজেদের গুটিয়ে রাখলেন। গুরুতর অসুস্থ অবস্থায়তেও প্রিয়জনদের সাহায্য পেলেন না অসহায় বৃদ্ধ দম্পতি।