- রোগী ফেরত দেয়া হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: মা-শিশু ও জেনারেল হাসপাতালে করোনা ইউনিট শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রবিবার থেকে শুরু হচ্ছে রোগী ভর্তি।
তথমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মা-শিশু হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মা ও শিশু হাসপাতাল যেভাবে এগিয়ে এসেছে, তা অন্যদের জন্য উদাহরণ তৈরি করেছে। বলেন আজকের পত্রিকায়ও আমরা দেখছি, হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে ভর্তি হতে না পেরে স্ত্রীর সামনে অসহায়ভাবে স্বামীর মৃত্যু ঘটেছে। এধরণের ঘটনা মর্মান্তিক ও অনাকাঙ্খিত।
‘কোনো হাসপাতাল থেকে রুগীকে এভাবে ফেরত দেয়া মানবতাবিরোধী কাজ এবং যেসব হাসপাতাল এটি করছে, তারা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কাছ থেকে শিক্ষা নেবে’ বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
সেইসাথে তিনি জানান, সরকার এগুলো পর্যবেক্ষণ করছে এবং সময়মতো কঠোর ব্যবস্থা নেবে।
ভূমিমন্ত্রী ও চট্টগ্রাম ১৩ আসনের এমপি সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম ৯ আসনের এমপি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহি পরিষদের ভাইস প্রেসিডেন্ট এস এম মোর্শেদ হোসেনের সভাপতিত্বে এতে চট্টগ্রামের করোনা পরিস্থিতির সমন্বয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, হাসপাতালের করোনা ইউনিট উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী এবং কার্যনির্বাহি পরিষদের ট্রেজারার রেজাউল করিম আজাদও বক্তব্য রাখেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার থেকে করোনা ইউনিটে রোগী ভর্তি করা হবে। শনিবার উদ্বোধন হলেও ইতিপূর্বে এখানে চিকিৎসাধীন করোনা আক্রান্ত এবং করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের নতুন ইউনিটে স্থানান্তরে কেটেছে সারাদিন। রবিবার থেকে ভর্তি শুরু হবে।