চট্টগ্রাম: গেল ২৪ ঘণ্টায় করোনায় আরও নয়জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে এক হাজার ১১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন শহরের। অপর ছয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার প্রায় ৩৬ শতাংশ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত ৮৭ হাজার ৫৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট এক হাজার ১৯ জন।
বুধবার চট্টগ্রামে ৩ হাজার ৬৭৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় এক হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৫ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় ১৬ ব্যক্তির মৃত্যু হয়।
এতে দেখা যায় চট্টগ্রামে করোনায় মৃত্যু ও শনাক্তের হার কমেছে।গেল মঙ্গলবার চট্টগ্রামে ৩ হাজার ৪৫০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় এক হাজার ২৭৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল প্রায় ৩৭ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় ১০ ব্যক্তির মৃত্যু হয়।
ময়মনসিংহে ২১ মৃত্যু
তাপস কর জানান:ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মৃত্যু র মিছিল যেন থামছেই না। করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন করোনায় এবং ১৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা যান- ময়মনসিংহের তিনজন, কিশোরগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলের একজন করে।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৫শ ৮০ জন রোগী ভর্তি আছেন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন।
ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬৩টি নমুনা পরীক্ষা করে ৩১৬ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ বলে।