Home First Lead করোনা চিকিৎসা সেবা শুরু বন্দর হাসপাতালে

করোনা চিকিৎসা সেবা শুরু বন্দর হাসপাতালে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর হাসপাতালের নতুন ভবন এবং সেখানে করোনা ইউনিট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বুধবার সকালে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর  কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ, সদস্য ( প্রশাসন ও পরিকল্পনা ) মো. জাফর আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনা ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত কম সময়ের মধ্যে বন্দর প্রশাসন প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেছে। করোনা ওয়ার্ডের জন্য ১৩ জন মেডিক্যাল অফিসার, ৩৬ জন নার্স, ৬ জন মেডিক্যাল এসিসট্যান্ট এবং মেডিক্যাল টেকনোলোজিস্ট, ওয়ার্ড বয়, আয়া ও অন্যান্য কর্মিসহ সর্বমোট ১৫৯ জনকে নিয়োগ দেয়া হয়েছে ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের অনুরূপ করোনা চিকিৎসা সুবিধা বন্দর হাসপাতাল থেকে দেয়া হবে। করোনা ওয়ার্ডে ৪০ শয্যার আইসোলেশন জোন  এবং ২০ শয্যার চিকিৎসা ইউনিট রাখা হয়েছে । হাই ফ্লো অক্সিজেনের জন্য সিস্টেম তৈরি করা হয়েছে। একই সঙ্গে ৫০ রোগীকে এই সুবিধা দেয়া সম্ভব হবে। অক্সিজেন সেবা দিতে ৬টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার ব্যবস্থা করা হয়েছে। ইতঃমধ্যে ২টি এসে গেছে আরও ৪টি পথে রয়েছে।

উদ্বোধনশেষে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, বন্দর কর্মকর্তা, কর্মচারি এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় চলমান করোনা পরিস্থিতে বন্দরে অপারেশনাল কার্যক্রম এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। এই বন্দরের আওতায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বে-টার্মিনাল, পিসিটিসহ অনেক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।  বন্দরের জন্য শুধু উদ্ধারকারী জাহাজ নয়, হেলিকপ্টার কেনারও পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।