বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কলকাতা: সোমবার থেকে পশ্চিম বঙ্গের সব সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
করোনা আতংকে আজ এই সিদ্ধান্ত নিয়েছে নিল রাজ্য সরকার। সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে একটি প্রেস বিবৃতি জারি করা হয়। বলা হয়েছে বিশ্বজুড়ে মহামারীর আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এই অবস্থায় সব দেশকে অ্যাডভাইজরি পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । ভারতেও সব রাজ্যকে অ্যাডভাইজরি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই অ্যাডভাইজরি দেখেই এই মুহূর্তে সতর্কতা অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তাই সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে ৩১ মার্চ পর্যন্ত । এই সময়ের মধ্যে যে সব স্কুলে অভ্যন্তরীণ পরীক্ষা চলছিল, সেগুলিও এই মুহূর্তে বন্ধ রাখতে হবে। তবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা বন্ধ হবে না। সূচি অনুযায়ীই উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে ।