Home First Lead করোনা: প্র্রথম ৫০ হাজারের মৃত্যু ৮৩ দিনে, পরের পঞ্চাশ হাজার ৮দিনে

করোনা: প্র্রথম ৫০ হাজারের মৃত্যু ৮৩ দিনে, পরের পঞ্চাশ হাজার ৮দিনে

স্পেনের ছবি

বিজনেসটেুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বিশ্বজুড়ে অপ্রতিরোধ্যগতিতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এর সংক্রমণে প্রথম ৫০ হাজার মানুষের মৃত্যু হতে সময় লেগেছে ৮৩ দিন। আর এর পরের ৫০ হাজার মানুষের মৃত্যু হলো মাত্র ৮ দিনে।

করোনায় মধ্য চিনের উহান শহরে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল ৯ জানুয়ারি।

যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের  তথ্য অনুযায়ী বিশ্বে এপর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ২ হাজার ৭৩৪ জনের।  আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯৯ হাজার ৫৬১ জন।

আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। প্রায় পাঁচ লাখ ছুঁই ছুঁই।  চব্বিশ ঘন্টায় সেখানে নতুন ১৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ১৩০০ জনের।

শুক্রবার স্পেনে করোনাভাইরাসে মারা গিয়েছেন ৬০৫ জন। ১৭ দিনের মধ্যে মৃত্যুর সংখ্যা এদিন সবচেয়ে কম। এর পাশাপাশি করোনা সংক্রমণের সংখ্যাও কমেছে সেই দেশে। স্পেনে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১৫ হাজার ৪৬৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ২২ জন।

স্পেনে মৃত্যুর হার কমেছে চার শতাংশ। ২৫ মার্চ দেশে মোট করোনা আক্রান্তের ২৭ শতাংশ মারা গিয়েছিলেন। তারপরেই মৃত্যুহার ধীরে ধীরে কমতে থাকে। ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪৫৭৬ জন। ওই সময়ের মধ্যে সেরে উঠেছেন ৫৫ হাজার ৬৮৮ জন। দেহের স্বাস্থ্যবিভাগের কর্তারা নাগরিকদের উদ্দেশে আহ্বান জানাচ্ছেন, কঠোরভাবে লকডাউন মেনে চলুন। স্পেনে ১৪ মার্চ থেকে লকডাউন শুরু হয়েছে। আগে বলা হয়েছিল, ২৫ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে। কিন্তু সরকার ইঙ্গিত দিয়েছে, লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে আরও দু’সপ্তাহ।

বিশেষজ্ঞদের মতে, গত কয়েকদিন ধরে বিশ্বে আক্রান্তদের মধ্যে ৬ থেকে ১০ শতাংশের গড়ে মৃত্যু হয়েছে। যদিও এ ব্যাপারে মতান্তরও রয়েছে। অনেকের মতে, প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি। অনেকেরই শরীরে কোনও উপসর্গ দেখা দিচ্ছে না।

বিশ্ব জুড়ে এই মহামারীকে ষাটের দশকে বিলেতের প্লেগ মহামারীর সঙ্গে তুলনা করছেন। তখন প্রায় ১ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল শুধু লন্ডন শহরেই।

যদিও এই সংখ্যা স্প্যানিশ ফ্লুতে মৃত্যুর সংখ্যার তুলনায় কম। ১৯১৮ সালে সেই অতি মহামারী ছড়িয়েছিল।  ২০ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল তাতে।