সাতক্ষীরা থেকে সেলিম খান: কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সোমবার (২৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তালা- কলারোয়া এলাকার সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথির বক্তব্যে ‘করোনা যুদ্ধে মাস্ক বুলেট প্রুফ জ্যাকেটের ন্যায়’ উল্লেখ করে বলেন, কলারোয়া উপজেলার সকল মানুষকে নিজ দায়িত্বে মাস্ক ব্যবহার করতে হবে এবং ব্যবহারের উৎসাহিত করতে হবে। প্রত্যেকেরই দায়িত্ব নিতে হবে করোনাভাইরাস প্রতিরোধে। মনে রাখতে হবে সামাজিক দূরত্ব এবং মাস্ক হলো এই যুদ্ধে জয়ী হওয়ার একমাত্র পথ। তিনি আরো বলেন যুদ্ধে আমরা যেরকম বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করি ঠিক তেমনি এই করোনা ভাইরাসের যুদ্ধে মাস্ক আমাদের প্রধান সুরক্ষা ।
কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কমিউনিটি ক্লিনিকে অক্সিমিটার প্রদান ও মাস্ক বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রদত্ত ২৩টি অক্সিমিটার প্রদান ও উপজেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার গাজী আশিক বাহার, সহকারী আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ।