চট্টগ্রাম: মা-শিশু হাসপাতালের করোনা ইউনিটের জন্য প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল হকের দেয়া ভেন্টিলেটারসমূহ আজ বুধবার হস্তান্তর করা হয়েছ।
সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ-এর কাছে ৭টি ভেন্টিলেটারের ডকুমেন্টস হস্তান্তর করা হয়। শিল্পপতি আমিরুল হকের পক্ষে প্রিমিয়ার সিমেন্ট-এর কর্মকর্তারা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. জাফর আলম, মা-শিশু ও জেনারেল হাসপাতালের কার্যনির্বাহি কমিটির সহ-সভাপতি এস এম মোরশেদ হোসেন, ট্রেজারার রেজাউল করিম আজাদ, ইঞ্জিনিয়ার আলী আশরাফ, এডভোকেট আহসানউল্লাহ, জাকির হোসেন তালুকদার, ড. পারভেজ ইকবাল শরীফ, ডা. কামরুন নাহার দস্তগীর উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ চলমান করোনা সংকটে রোগীদের সেবার উদার হস্তে এগিয়ে আসার জন্য শিল্পপতি আমিরুল হকের প্রশংসা করেন এবং এভাবে আরও বিত্তবানরা এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন।
একই অনুষ্ঠানে সিএন্ড এফ ব্যবসায়ী চেলসি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারি, মা-শিশু হাসপাতালের স্থায়ী সদস্য ওমর ফারুক ( সবুজ ) দু’লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন।
ইনার হুইল ক্লাবের পক্ষে ডা. কামরুন নাহার দস্তগীর আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন।