দেশে করোনা রোগীদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী একদল চিকিৎসক।
প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা করোনা রোগীদের চিকিৎসার সহায়তার জন্য অক্সিজেন কনসেনট্রেটরসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী দিয়েছেন।
সেখানে প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. শারমিন সুলতানা, ডা. সেলিম হোসেনসহ একদল চিকিৎসক হেলফিং হ্যান্ড ফর চিটাগুনিয়ান ইনক. ইউএসএ র ব্যানারে দেশের করোনা রোগীদের সহায়তার জন্য একটি তহবিল গঠন করেন। সংগৃহীত সেই অর্থে বিভিন্ন উপজেলায় অক্সিজেন কনসেনেট্রেটর, পালস অক্সিমিটর, অক্সিজেন মাস্ক, ক্যানুলা এবং নার্স ও অন্য স্বাস্থ্য কর্মিদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে এসব সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে শুরু হয় তাদের কার্যক্রম। বিতরণ করা হয়েছে আনোয়ারা উপজেলায়ও। পর্যায়ক্রমে সব উপজেলায় চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী পৌঁছে দেয়া হবে।
রোগাক্রান্ত ফুসফুসের রোগীকে দীর্ঘক্ষণ অক্সিজেন সরবরাহ করার জন্য একটি গুরুত্ত্বপূর্ণ মেশিন অক্সিজেন কনসেনট্রেটর। এই মেশিন রোগীকে মিনিটে পাঁচ থেকে দশ লিটার পর্যন্ত অক্সিজেন সরবরাহ করে থাকে। সরাসরি বাতাস থেকে অক্সিজেন তৈরী করে বিধায় সিলিণ্ডারের মত রি-ফিলের (পুনরায় কারখানা থেকে ভরে আনার) ঝামেলা নেই। সাধারন সিলিণ্ডার দিয়ে মিনিটে মাত্র দুই লিটার করে অক্সিজেন নিলেও তা ক্রমাগত ব্যবহার করলে এক দিনেই শেষ হয়ে যায়। কিন্তু অক্সিজেন কনসেনট্রেটরের অক্সিজেন অফুরন্ত, কারণ এটি চারিদিকের সাধারন বাতাস থেকেই অক্সিজেন তৈরী করে।
-সংবাদ বিজ্ঞপ্তি