বিজনেসটুডে২৪ ডেস্ক
করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু হলো স্পেনের রাজকুমারী মারিয়া টেরেসার। বিশ্বে এই প্রথমবার কোনও রাজপরিবারের সদস্যের মৃত্যুর হল করোনাভাইরাসের সংক্রমণে।
রাজকুমারী মারিয়া টেরেসার মৃত্যুর কথা ঘোষণা করেন বারবন-পারমা রাজপরিবারেরই সদস্য মারিয়ার ভাই প্রিন্স সিক্সতো হেনরি। তিনি জানান, গত ২৬ মার্চ প্যারিসে মৃত্যু হয়েছে রাজকুমারীর। তাঁর শরীরে কোভিড-১৯ পজিটিভ ছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। শুক্রবার মাদ্রিদে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
১৯৩৩ সালে প্যারিসে জন্ম মারিয়া টেরেসার। প্রিন্স হাভিয়ার এবং ম্যাডেলিন ডি বারবনের ষষ্ঠ সন্তান মারিয়া টেরেসা দে বারবন পারমা। ফ্রান্সে পড়াশোনা করেন তিনি। দীর্ঘদিন অধ্যাপনা করেছেন ইউনিভার্সিটি অব প্যারিসে। মাদ্রিদের কমপ্লুটেন্স ইউনিভার্সিটিতেও অধ্যাপনা করেছেন মারিয়া। বরাবরই স্বাধীনচেতা ও স্পষ্টবক্তা হিসেবে পরিচিত ছিলেন। বিদেশি সংবাদমাধ্যমগুলিতে এই কারণে তাঁকে ‘রেড প্রিন্সেস’বলা হত।