বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: মায়ের জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা। করোনা হয়েছে সন্দেহে ছেলে মেয়েরা বাড়ি নেয়ার কথা বলে মাকে রাতের অন্ধকারে জঙ্গলে ফেলে পালিয়েছে।
এ ঘটনা টাঙ্গাইলের সখীপুরের।
শেরপুর জেলার নালিতাবাড়ির এই মা থাকেন স্বামী-সন্তানের সাথে সখীপুরে থাকেন।
গজারিয়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্না মিঞা ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, চেঁচামেচির শব্দ শুনে ওই এলাকার কয়েজন মানুষ গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের
জঙ্গলের ভেতরে যান। অপরিচিত মহিলা দেখে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা সাংবাদিকদের বলেন, সোমবার রাত দেড়টার দিকে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মিলে ঘটনাস্থলে গিয়ে ঐ মহিলাকে উদ্ধার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শাহীনুর আলম জানান, জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথা রয়েছে। রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। আজ মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে। উদ্ধারের পর তাদেরকে জানান যে করোনা সন্দেহে স্বামী-ছেলেমেয়েরা বাড়ি নেয়ার কথা বলে তাকে জঙ্গলে ফেলে চলে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মাসুদ রানা জানান, ওই নারীর বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়। গাজীপুরের সালনায় একটি পোশাক কারখানায় ওই নারীর এক ছেলে, দুই মেয়ে ও জামাতারা চাকরি করেন। সেখানে ভাড়া বাসায় তিনি তাদেরকে রান্না করে খাওয়ান। গত কয়েকদিন ধরে ওই নারীর জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, গলাব্যথা ও কাশি শুরু হলে আশপাশের বসতিরা তাদের তাড়িয়ে দেন। একটি পিকআপ ভ্যান ভাড়া করে নালিতা বাড়ি যাওয়ার পথে রাতে সখীপুরে শাল-গজারির বনে মাকে ফেলে পালিয়ে যায় ছেলে মেয়েরা।