বিজনেসটুডে২৪ডেস্ক:
গোটা বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি ভয়াবহ। প্রতিঘণ্টায় নতুন করে আক্রান্ত হচ্ছেন ১৬৫ জন। ১০২ টি দেশে থাবা বিস্তার করেছে।
শনিবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে আক্রান্ত ১২৪৭, ইরানে ১০৭৬ এবং দক্ষিণ কোরিয়ায় ৪৪৮। আর চিনে আক্রান্ত হয়েছে একজন। গোটা বিশ্বে এসময়ে নতুন করে সংক্রমিত হয়েছে ৩৯৬৭ জনের শরীরে। মারা গেছে ৭৬ জন।
সংক্রমণ ও মৃত্যুর হার সব দেশকে হার মানিয়েছে ইতালি। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সেখানে। চিনের বাইরে এ পর্যন্ত সর্বাধিক প্রাণহানি হয়েছে ইতালিতে। ২৩৩ জন মারা গেছে। এদের ৩৬ জন মারা গেছে ২৪ ঘণ্টায়। মোট আক্রান্ত হয়েছে ৫৮৮৩ জন। এদের ১২৪৭ জন আক্রান্ত হয়েছে ২৪ ঘণ্টায়।
ইরানে মোট আক্রান্ত ৫৮২৩ এবং মৃত ১৪৫। ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৭৬, মৃত ২১।
দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ৭০৪১ জন এবং মৃত্যু ৪৮। ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ৫ জন।