Home আন্তর্জাতিক চোখ রাঙাচ্ছে করোনার নয়া ভেরিয়েন্ট

চোখ রাঙাচ্ছে করোনার নয়া ভেরিয়েন্ট

সিঙ্গাপুরে এমআরটি ট্রেনে সতর্কতা। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

বিশ্বজুড়ে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনার নয়া ভেরিয়েন্ট। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বিমানবন্দরে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। নতুন করে করোনা ভাইরাসের চোখ রাঙানিতে উদ্বেগ তৈরি হয়েছে সর্বত্র। সংক্রমণ ঘিরে বাড়ছে উদ্বেগ। যদিও চিকিৎসকরা বলছেন, উদ্বেগ না করে কোভিড সতর্কতা অবলম্বন করুন।

সিঙ্গাপুরে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলিতে বেড নেই। তথৈবচ হাল আইসিসিইউতেও। সংক্রমণ ঠেকাতে তাই ফের মাস্ক বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সতর্কতা কুয়ালালামপুরে। ছবি সংগৃহীত

বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে সকলের মাস্ক পরা এবং কোভিডের দুটি টিকা নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। সিঙ্গাপুরের দেখানো পথে হেঁটে মাস্ক বাধ্যতামূলক করেছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বিমানবন্দরেও।

একই সঙ্গে করোনা মোকাবিলায় আগের মতো দূরত্ববিধি মেনে চলা, বারবার হাত স্যানিটাইজ করার আবেদন জানানো হয়েছে ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে। নতুন করে কারও করোনা উপসর্গ দেখা দিলে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছে সরকার।

ভারতে ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে ভারতে পাঁচজনের মৃত্যু হয়েছে।  চারজনের মৃত্যুই হয়েছে কেরলে। অপরজনের বাড়ি উত্তর প্রদেশে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩৫ জন রোগী কোভিডে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল ১ হাজার ৭০১।