Home আন্তর্জাতিক ভারতে ঢুকে পড়েছে করোনার নতুন প্রজাতি

ভারতে ঢুকে পড়েছে করোনার নতুন প্রজাতি

দিল্লি: ভারতে ঢুকে পড়েছে করোনার নতুন প্রজাতি। এমনটাই আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় হু-এর এহেন তথ্যে স্বাভাবিকভাবেই ঘুম উড়েছে বিশেষজ্ঞদের।

ভারতসহ বিভিন্ন দেশে কোভিড-১৯-এর ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সাব-ভেরিয়েন্ট বিএ.২.৭৫ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাইরেক্টর টেড্রোস আধানম গেব্রিয়েসাস। গেব্রিয়েসাস বলেছিলেন যে বিশ্ব সংস্থা উন্নয়নের অনুসরণ করছে।

তিনি বলেন, ”করোনায় গত দুই সপ্তাহে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হু-এর ছয়টি উপ-অঞ্চলের মধ্যে চারটিতে গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে।” ইউরোপ ও আমেরিকায়, বিএ.৪ এবং বিএ.৫ হানা দিয়েছে। ভারতের মতো দেশে বিএ.২.৭৫-এর একটি নতুন উপ-বংশও সনাক্ত করা হয়েছে।

প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলেন, একটি সাব-ভ্যারিয়েন্টের উদ্ভব হয়েছে, যাকে বিএ.২.৭৫ বলা হচ্ছে। তিনি বলেন, ‘প্রথমে ভারত থেকে এবং পরে আরও প্রায় ১০টি দেশ থেকে রিপোর্ট করা হয়েছে।’