Home আন্তর্জাতিক চিনে আবার করোনা, দিশেহারা মানুষ

চিনে আবার করোনা, দিশেহারা মানুষ

বিজনেসটুডে২৪ ডেস্ক

বিশ্বের বিভিন্ন দেশ থেকে করোনা বিদায় নিলেও চিনে কিন্তু বহাল তবিয়তে করোনা আবার ছড়াতে শুরু করেছে। এহেন পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে নতুন করে লকডাউন শুরু হয়েছে। কিন্তু চিনে আর কেউ লকডাউন মানতে চাইছেন না। প্রসঙ্গত, চিনের ঝেংঝউ প্রদেশে বিশ্বের বৃহত্তম আইফোনের কারখানা।
লকডাউনের প্রাক্কালে সেই কারখানাতে আর কাজ করতেই চাইছেননা কোনো কর্মী। যেকোনো মূল্যে কারখানা ছাড়ছেন তাঁরা।
কর্মীদের ধরে রাখতে কোন জোরজবরদস্তি না করে চার গুণ বোনাস বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে ওই সংস্থা।  বলা হয়েছে, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত কাজ করলেই এই অতিরিক্ত বোনাস পাওয়া যাবে। কিন্তু তাতেও কোনভাবেই আটকানো যাচ্ছে না কর্মীদের। প্রসঙ্গত, বেশিরভাগ মানুষই মনে করছেন, চিনের কড়া কোভিড নীতির জেরে লকডাউন শুরু হলে তার থেকে সহজে নিস্তার পাওয়া যাবে না।
আর সেই আশঙ্কাতেই কর্মীরা দ্রুত কারখানা থেকে বাড়ি ফিরতে চাইছেন। সেক্ষেত্রে তাঁরা বেড়াজাল টপকাতেও দ্বিধাবোধ করছেন না। ইতিমধ্যেই এরকম একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এবং যে ভিডিওটি লকডাউনের ভয়াবহতা আরও স্পষ্ট করে দিয়েছে। প্রসঙ্গত, বছর দুয়েক আগে যখন গোটা বিশ্বে ব্যাপকভাবে দাপট চালাচ্ছিল করোনা, সে সময় সংক্রমণ কিন্তু দ্রুত নিয়ন্ত্রণে আনে চিন। কিন্তু এবার যেন পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যাচ্ছে। একের পর এক শহরে ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। আর করোনা বাড়তেই শুরু হয়েছে কড়া নিষেধাজ্ঞা। তবে জানা যাচ্ছে, বর্তমান পরিস্থিতিতে চিনের আমজনতার অবস্থা আরও শোচনীয় হয়ে উঠছে।