বিজনেসটুডে২৪ ডেস্ক
৪১১ দিন ধরে কোভিড সংক্রমণ ছিল এক প্রৌঢ়ের ! শেষমেশ তাঁকে সংক্রমণ মুক্ত করা গিয়েছে বলে ঘোষণা করলেন ব্রিটিশ গবেষকরা। দীর্ঘদিন ধরে ভাইরাসটির জেনেটিক কোড বিশ্লেষণ করে শেষমেশ সঠিক চিকিৎসা খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন তাঁরা।
চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিন ধরে বারবার কোভিড ফিরে আসার ঘটনা নতুন নয়। এই সব রোগীদের প্রতিরোধক্ষমতা এতই দুর্বল হয়ে যায়, যে ভাইরাসটির সঙ্গে লড়াই করাই সম্ভব হয় না। কিন্তু তাই বলে এক বছরেরও বেশি সময় ধরে এভাবে আক্রান্ত হয়ে থাকার ঘটনা বেশ বিরল। যদিও এর আগে ৫০৫ দিন ধরে সংক্রমণ কাটিয়ে সেরে ওঠার আরও একটি নজির রয়েছে।
সেন্ট থমাস ফাউন্ডেশন ট্রাস্টের চিকিৎসক লিউক স্নেল জানিয়েছেন, এই ধরনের দীর্ঘমেয়াদী সংক্রমণ খুবই বিপজ্জনক হতে পারে। কারণ ফুসফুস থেকে শুরু করে নানা অঙ্গপ্রত্যঙ্গে প্রভাব ফেলছে ভাইরাস। কারও ফুসফুস যদি এত দিন ধরে দুর্বল হয়ে থাকে, তবে তা আবার আগের অবস্থায় ফেরা কার্যত অসম্ভব।