বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: কর্ণফুলী নদীর উত্তর পাড় অভয়মিত্র ঘাট (নেভাল-২) থেকে দক্ষিণ পাড়ের চরপাথরঘাটা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সহযোগিতায় দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনের আকর্ষণ শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে তিনটার দিকে শুরু হয়।
চট্টগ্রাম ইছানগর-বাংলাবাজার সাম্পান মালিক সমিতি, ইছানগর সদরঘাট সাম্পান মালিক সমিতি, চরপাথরঘাটা-ব্রিজঘাট সাম্পান চালক সমিতি, চরপাথরঘাটা-ব্রিজঘাট ব্যবসায়ী মালিক সমিতি, পুরাতন ব্রিজঘাট মাছ ব্যবসায়ী সমিতি, মালেক শাহ দ্বীপ কালা মোড়ল সমিতি শিকলবাহা, মোহাম্মদ তারেক-মাদরাসা পাড়া, শেখ আহমদ মাঝি-শিকলবাহা, সদরঘাট সাম্পান মালিক সমিতিসহ চট্টগ্রামের মোট ১০ জন মাঝি ও তাদের দল অংশ নেয়।
প্রতিযোগিতায় মালেক শাহ দ্বীপ কালা মোড়ল সমিতি শিকলবাহা প্রথম হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কর্ণফুলী নদী দখল ও দূষণমুক্ত রাখতে জনসচেতনতা সৃষ্টির করতে সাম্পান শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।