বিজনেসটুডে২৪ ডেস্ক
হিজাব বিতর্কে উত্তাল ভারত। তারই মধ্যে নতুন এক সমস্যা তৈরি হল কর্নাটকেরই ইন্ডি টাউনে। এবার সিঁদুরের তিলক পরা অবস্থায় বিজয়পুরা জেলায় সরকারি প্রিইউনিভার্সিটি কলেজে ঢুকতে বাধা দেওয়া হল এক ছাত্রকে । তিলক মুছে ফেলতে নির্দেশ দিলেন কর্তৃপক্ষ।
জানা গেছে, শুক্রবার কলেজে ঢোকার সময়ে তাঁকে আটকান এক অধ্যাপক। বলেন, কপালের তিলক মুছে কলেজে ঢুকতে হবে। তাঁকে আরও বলা হয়, হিজাব নিয়ে যে সমস্যা হচ্ছে, গেরুয়া ওড়না নিয়ে হচ্ছে, তেমনই এই তিলকও সমস্যাজনক। কলেজে এসব চলবে না। কথায় কথা বাড়ে, একসময় বচসা শুরু হয় এই নিয়ে। শেষে তিলক মুছেই কলেজে ঢোকেন ওই ছাত্র।
গত ৫ ফেব্রুয়ারির নির্দেশে রাজ্য সরকার বলে, শিক্ষায়তনে হিজাব পরে বা গেরুয়া চাদর গায়ে দিয়ে কেউ যেতে পারবে না। হাইকোর্টও অন্তর্বর্তী আদেশে বলেছে, শিক্ষায়তনে কেউ ধর্মীয় চিহ্ন ধারণ করে যেতে পারবেন না। এর পরে ফের শুক্রবার কর্নাটক সরকার নির্দেশ দিয়েছে, রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সংখ্যালঘু প্রতিষ্ঠানেও হিজাব পরে যাওয়া চলবে না।
হিজাব বিতর্কের কেন্দ্রে থাকা মুসলিম মেয়েটির কৌঁসুলি আদালতে পাল্টা চ্যালেঞ্জ করে বলেন, সিঁদুর, শাঁখা, পাগড়ি, রুদ্রাক্ষ– এসবের মতোই হিজাবও একটি নিরীহ ধর্মীয় অভ্যাস। এই মামলা অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিয়েছে কর্নাটক হাইকোর্ট।
গত ডিসেম্বরে উদীপির এক কলেজে হিজাব পরা ছাত্রীদের ঢুকতে বাধা দেওয়া হয়। তখন থেকেই শুরু হয় হিজাব বিতর্ক।