Home Second Lead ‘কর্পোরেশনে তিল পরিমাণ অনিয়ম সহ্য করা হবে না’: সুজন

‘কর্পোরেশনে তিল পরিমাণ অনিয়ম সহ্য করা হবে না’: সুজন

চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামের সাথে মত বিনিময় করছেন সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন
  • চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামের সাথে মত বিনিময়
  • প্রধানমন্ত্রী আমার উপর যে আস্থা রেখেছেন তার প্রতিদান দিতে চাই

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: চট্টগ্রামের সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন আজ শনিবার রিপোটার্স ইউনিটি  (ডিআরইউ)’র নসরুল হামিদ মিলনায়তনে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘আমি রাস্তায় থাকবো, মানুষের পাশাপাশি থাকবো।’ ‘কর্পোরেশনে কারও তিল পরিমাণ অনিয়ম ও নয়-ছয় সহ্য করা হবে না।’

মতবিনিময় সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত,  চট্টগ্রাম জার্নালিষ্ট ফোরামের সভাপতি সাহেদ ছিদ্দিকী, সাধারণ সম্পাদক মোরশেদ নোমান প্রমুখ।

খোরশেদ আলম সুজন আরও বলেন,  নগরবসীর ভোগান্তি লাঘবে যখন যা-কিছু প্রয়োজন আমি তা-ই করবো। একজন রাজনীতিক হিসেবে প্রায় অর্ধ শতাব্দীকাল ধরে মানুষের সুখ-দুু:খের সাথী হিসেবে আছি। পথ-পদবী-ক্ষমতা থাকুক বা না থাকুক যখনই কোন সমস্যার কথা জানতে পেরেছি তখনই তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমলে আনতে আবেদন-নিবেদন ও প্রয়োজনে চাপ সৃষ্টি করেছি। নাগরিক সমাজের প্রাপ্তি-অপ্রাপ্তি সম্পর্কে আমি সম্যক ধারনা রাখি। প্রশাসক হিসেবে নিজস্ব লোকবল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মধুর সম্পর্ক গড়ে তুলে তাদেরকে সাথে নিয়ে আমি রাস্তায় থাকবো, মানুষের পাশাপাশি থাকবো। আমি আগেও রাস্তায় ছিলাম এখনো আছি এবং মৃত্যু পর্যন্ত থাকবো।

বলেন, কর্পোরেশনে যাদেরকে নিয়ে মাঠে থাকবো তাদের তিল পরিমান বিচ্যুতি, অনিয়ম বা নয়-ছয় করার প্রবণতাকে সহ্য করবো না। যারা যোগ্য, দক্ষ্ ও আন্তরিক তাদেরকে বুকে টেনে নেব। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখেছেন আমি তার প্রতিদান দিতে চাই।