Home Third Lead ভারত-বাংলাদেশ ৯.৯ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য গত অর্থবর্ষে

ভারত-বাংলাদেশ ৯.৯ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য গত অর্থবর্ষে

কলকাতা: সম্প্রতি কলকাতায় আসা ঢাকা চেম্বার অব কমার্স ডেলিগেশনের সঙ্গে একটা আলোচনা সভার আয়োজন করল ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স )। আলোচনায় উঠে এল ভারত-বাংলাদেশ বাণিজ্যের সাফল্যের খতিয়ান এবং আগামীর প্রস্তুতি প্রসঙ্গ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

আলোচনা সভায় বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, “আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগকে নতুন এক অসামান্য উচ্চতায় নিয়ে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। আর সঠিক পথে আলোচনার মাধ্যমেই আমাদের সামনে থাকা প্রতিবন্ধকতার সমাধান করতে পারি আমরা”।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং ডেলিগেশনের নেতৃত্বে থাকা রিজওয়ান-উর রহমান বলেন, “দুই দেশের মধ্যে ২১-২২ অর্থবর্ষে প্রায় ৯.৯ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে। তবে ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষিতে বলা যায় এটি ১০ বিলিয়ন মার্কিন ডলারের উপর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী এবং ভারতে আসা সমস্ত বিদেশী চিকিৎসাপ্রার্থীর প্রায় ৫৪ শতাংশই আসেন বাংলাদেশ থেকে। উভয় দেশই আজীবন সহযোগিতার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোর উন্নয়নে ব্যস্ত”।

ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স-এর সভাপতি, প্রদীপ সুরেকা বলেন, “ভারত এবং বাংলাদেশ যে অর্থনৈতিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক সম্পর্ক বজায় রেখে চলেছে তা অনবদ্য। উভয় দেশই এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার জন্য কাজ করেছে। আর পশ্চিমবঙ্গ হল বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের আক্ষরিক অর্থেই সূত্রধর”।