Home Third Lead কলকাতায় মেরিন ট্রাস্ট-১ উদ্ধারে দু’সপ্তাহ লাগবে

কলকাতায় মেরিন ট্রাস্ট-১ উদ্ধারে দু’সপ্তাহ লাগবে

ছবি: সংগৃহীত

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে উল্টে যাওয়া চট্টগ্রাম  বন্দরমুখী বাংলাদেশ পতাকাবাহী জাহাজ এমভি মেরিন ট্রাস্ট -১ এবং কন্টেইনারসমূহ উদ্ধারের কাজ শনিবারের মধ্যে শুরু হচ্ছে। উদ্ধার কাজ সম্পন্ন করতে সপ্তাহ দুয়েক সময় লাগতে পারে। দুর্ঘটনার পর থেকে ৫ নম্বর বার্থটি অচল হয়ে পড়েছে।

কলকাতা থেকে কন্টেইনার বোঝাই নিয়ে শুক্রবার জাহাজটির চট্টগ্রাম রওনা হওয়ার কর্মসূচি ছিল।  জানা যায়, বোঝাই সম্পন্ন করে সেটা বৃহস্পতিবার নেতাজি সুভাষ ডকের পাঁচ নম্বর বার্থে অপেক্ষা করছিল।১০টা ৪০ মিনিট নাগাদ হঠাৎ সেটি বাঁ দিকে কাত হতে শুরু করে। মুহূর্তের মধ্যে হুড়মুড়িয়ে জাহাজ থেকে  পানিতে পড়তে থাকে একের পর এক পণ্যবোঝাই কন্টেইনার। মিনিট পনেরোর মধ্যে জাহাজটি ডকের মধ্যেই সম্পূর্ণ হেলে পড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। নাবিক-সহ জাহাজের মোট ১৫ জন কর্মীর সকলেই অক্ষত রয়েছেন।

জাহাজে ২০ ফুট মাপের ১২০টি এবং ৪০ ফুট মাপের ৪৫টি কন্টেইনার ছিল। এসব কন্টেইনারে সুতা, ইনসুলেটর এবং এফএমজি পণ্য রয়েছে।কন্টেইনার এবং পণ্যের সম্মিলিত ভার ছিল ৩০৮৯ টন। এর মধ্যে দুর্ঘটনার জেরে ২০ ফুটের ১৮টি কন্টেইনার ডুবে গেছে বলে মনে করা হচ্ছে। এ ছাড়াও ৪০ ফুটের ১০টি কন্টেনার আধডোবা অবস্থায় রয়েছে। তুলনায় বড় আকারের ওই সব কন্টইনার যাতে অন্য কোথাও সরে না যায়, তা নিশ্চিত করতে সেগুলি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে।

জাহাজটি নিয়মিত চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম যাতায়াত করে । দুর্ঘটনার কারণ জানতে ‘মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট’-এর পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনার পর কলকাতা বন্দরের ৫ নম্বর বার্থটি বন্ধ রয়েছে। জাহাজ এবং কন্টেইনারসমূহ উদ্ধার কাজ শনিবারের মধ্যে শুরু হবে এবং তা সম্পন্ন করতে কমপক্ষে দু’সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে। ফ্লোটিং ক্রেন, শোর ক্রেন এবং ডুবুরি আনা হচ্ছে উদ্ধার অভিযানের জন্য।