Home কলকাতা কলকাতায় ‍পুরভোট, এগিয়ে তৃণমূল

কলকাতায় ‍পুরভোট, এগিয়ে তৃণমূল

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

কলকাতায় পুরভোট হয়েছিল রবিবার। মঙ্গলবার সকাল আটটা থেকে গণনা শুরু হয়েছে ।

গণনায় এগিয়ে তৃণমূল
২০ নম্বর ওয়ার্ড: এগিয়ে বিজয় উপাধ‍্যায়(তৃণমূল)
১৩ নম্বর ওয়ার্ড: এগিয়ে অনিন্দ‍্যকিশোর রাউত(তৃণমূল)
৭ নম্বর ওয়ার্ড: এগিয়ে বাপি ঘোষ(তৃণমূল)
১০৮ নম্বর ওয়ার্ড: এগিয়ে সুশান্ত ঘোষ(তৃণমূল)
৯৭ নম্বর ওয়ার্ড: এগিয়ে দেবব্রত মজুমদার(তৃণমূল)
৮৮ নম্বর ওয়ার্ড: এগিয়ে মালা রায়(তৃণমূল)
১১ নম্বর ওয়ার্ড: এগিয়ে অতীন ঘোষ(তৃণমূল)
১০১ নম্বর ওয়ার্ড: এগিয়ে বাপ্পাদিত‍্য দাশগুপ্ত(তৃণমূল)
২ নম্বর ওয়ার্ড: এগিয়ে কাকলী সেন(তৃণমূল)
৮ নম্বর ওয়ার্ড: এগিয়ে পূজা পাঁজা(তৃণমূল)
১১ নম্বর ওয়ার্ড: এগিয়ে অতীন ঘোষ(তৃণমূল)
১৭ নম্বর ওয়ার্ড: এগিয়ে মোহন কুমার গুপ্ত(তৃণমূল)
৪ নম্বর ওয়ার্ড: এগিয়ে গৌতম হালদার(তৃণমূল)
৯৩ নম্বর ওয়ার্ড: এগিয়ে মৌসুমী দাস(তৃণমূল)
৩১ নম্বর ওয়ার্ড: এগিয়ে পরেশ পাল(তৃণমূল)
৮৫ নম্বর ওয়ার্ড: এগিয়ে দেবাশিস কুমার(তৃণমূল)
৯৮ নম্বর ওয়ার্ড: এগিয়ে অরূপ চক্রবর্তী(তৃণমূল)

এবার ভোটের বিজয় উৎসব নিষিদ্ধ করা হয়নি। তবে কোভিড বিধি মেনেই উৎসব করতে হবে। কলকাতায় ভোট হয়েছে ১৪৪ টি ওয়ার্ডে। ২০১৫ সালের পুরভোটে তৃণমূল জিতেছিল ১১৪ টি ওয়ার্ডে। বামফ্রন্টের দখলে ছিল ১৫ টি আসন। বিজেপির দখলে ছিল সাতটি ওয়ার্ড। কংগ্রেসের দখলে ছিল পাঁচটি। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন।

এরপরে বামেদের দু’জন তৃণমূলে যোগ দেন। একজন যান বিজেপিতে। কংগ্রেসের তিনজন যোগ দেন তৃণমূলে। অন্যান্যদের সকলেই যোগ দেন তৃণমূলে। কলকাতা পুরসভায় ১২৪ টি আসন যায় তৃণমূলের দখলে। বামফ্রন্টের দখলে থাকে ১১ টি, বিজেপির দখলে পাঁচটি এবং কংগ্রেসের দখলে দু’টি।