Home আন্তর্জাতিক বন্দরের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদিতে কলকাতায় মোদি, বিক্ষোভ বিভিন্ন এলাকায়

বন্দরের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদিতে কলকাতায় মোদি, বিক্ষোভ বিভিন্ন এলাকায়

কলকাতায় মোদি বিরোধি বিক্ষোভ। ছবি: সংগৃহীত

কলকাতা: কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেলুড়মঠেই রাত্রিবাস করবেন । রবিবার সকাল ১১ টায় নেতাজি ইনডোরে কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে তাকে স্বাগত জানালেন  রাজ্যপাল উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায় বেলুড়মঠেই রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলুড়ে থাকার ইচ্ছাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। বেলুড়মঠের অতিথি নিবাসে থাকার ব্যবস্থা হয়েছে, প্রধানমন্ত্রীর নৈশভোজের তোড়জোড় শুরু হয়েছে। বেলুড়মঠে ধ্যান করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শহরে আসার আগেই বিভিন্ন এলাকায় মোদি বিরোধী বিক্ষোভ। প্রধানমন্ত্রীর যাওয়ার পথেও একাধিক এলাকায় অবরোধও হয়।

বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিক্ষোভে সামিল নাগরিক সমাজও। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দাবি, প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার পথ সামলানোর দায়িত্ব রাজ‍্য সরকারের। প্রধানমন্ত্রীর সফরে রাজনীতি থাকা উচিত নয়।

যাদবপুরে মোদি বিরোধী মিছিল পড়ুযাদের।গো ব‍্যাক মোদিবার্তা দিয়ে মিছিল পড়ুয়াদের। যাদবপুর বিশ্ববিদ‍্যালয় ছাড়াও অন‍্যান‍্য শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাও মিছিল সামিল হন। বিভিন্ন বাজনা, পোস্টার নিয়ে মিছিল করেন পড়ুয়ারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল পুলিশবাহিনী। অবরোধকারীদের সরিয়ে দেয় পুলিশ।

কাল দুপুর ১২.৪৫এর বিমানে দিল্লি রওনা হবেন প্রধানমন্ত্রী মোদি।

বিজনেসটুডে২৪ ডেস্ক